ইতালী প্রবাসীর কোটি টাকা মূল্যের সম্পত্তি জোরপূর্বক দখলের জন্য সহযোগীদের নিয়ে মরিয়া হয়ে উঠেছেন প্রভাবশালী এক বিএনপি নেতা। এ ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি জেলার ঐতিহ্যবাহী গৌরনদী পৌর এলাকার টরকী বন্দরের।
সুন্দরদী মৌজার টরকী বন্দরস্থ এলাকার বাসিন্দা ও ইতালী প্রবাসী আব্দুল লতিফ বেপারী অভিযোগ করেন, মঙ্গলবার দুপুরে পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও টরকী বন্দর বণিক সমিতির সাবেক সভাপতি শাহজাহান শরীফের নেতৃত্বে তার সহযোগীরা টরকী বন্দরস্থ তাদের (লতিফ) পৈত্রিক সম্পত্তির ১০ শতক জমি দখল করতে আসে। এসময় তিনি বাঁধা প্রদান করলে বিএনপি নেতা তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করেন। এ ঘটনায় ইতালী প্রবাসী আব্দুল লতিফ বেপারী মঙ্গলবার দিবাগত রাতে তিনজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গৌরনদী মডেল থানায় ওসি মো. আফজাল হোসেন বলেন, অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
#চলনবিলের আলো / আপন