শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

একাদশ জাতীয় সংসদে বাজেট পরবর্তী আলোচনায় প্রথম বারের মত এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ জুন, ২০২০

আশরাফুজ্জামান সরকার,গাইবান্ধাঃ-

একাদশ জাতীয় সংসদ উপনির্বাচনে নিরঙ্কুস ভোটে বিজয়ী হওয়ার পর মহান জাতীয় সংসদে বাজেট পরবর্তী আলোচনা সভায় প্রথম বারের মত অংশ গ্রহন করেন বাংলাদেশ ৩১ গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি। (২০২০-২০২১) অর্থ বছরের ঘোষিত বাজেটের উপর ২৩ জুন মঙ্গলবার দুপুরে মহান জাতীয় সংসদে দাড়িয়ে তিনি ৭ মিনিট বক্তব্য রাখেন। বক্তব্যের শুরুতেই এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি -স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ ১৫ আগস্টের শহীদদের পাশাপাশি মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্য শুরু করেন। দশম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা এমপি হিসেবে দায়িত্ব পালন করা এ্যাড.স্মৃতি এমপি এই আসনের প্রয়াত সংসদ সদস্য ডাঃ ইউনুস আলী সরকার বিদেহী আত্তার মাগফিরাত কামনা করেন।

 

এর পর একাদশ জাতীয় সংসদে তাকে এই আসনে মনোনয়ন দিয়ে মহান জাতীয় সংসদে আসার সুযোগ করে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে তাকে ভোট দিয়ে নির্বাচিত করায় পলাশবাড়ী-সাদুল্যাপুর আসনের সকল ভোটারবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় নির্বাচনী প্রচার-প্রচারণায় সহযোগিতা করায় কেন্দ্রীয় কৃষকলীগ, গাইবান্ধা জেলা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দেশে করোনাকালীন সময়ে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আর্থিক সহায়তা ও খাদ্য সহায়তা বিতরণের সংখ্যাগুলো তুলে ধরেন। এরপর বক্তব্যে তিনি গাইবান্ধাবাসীর প্রানের কয়েকটি দাবী তুলে ধরেন ৷ এর মধ্যে গাইবান্ধায় ১টি ইউনিভার্সিটি, ১ টি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

 

একই সাথে জেলাবাসীর সুচিকিৎসার জন্য পলাশবাড়ীতে একটি ট্রমা হাসপাতাল নির্মানের দাবি জানান। পাশাপাশি দারিদ্র্য পীড়িত গাইবান্ধা জেলার মানুষের আত্নকর্মসংস্থানের জন্য বৃহৎ শিল্প কল কারখানা স্থাপনের প্রয়োজনীতা উল্লেখ্য করেন। এছাড়া জেলার ৭টি থানার উন্নয়নের ধারা আরো এগিয়ে নেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। বক্তব্যের শেষে মহান জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার এ্যাড.ফজলে রাব্বী মিয়া এমপি এই বক্তব্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।