পাবনার ভাঙ্গুড়ায় পৌর আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১৪ ডিসেম্বর)বিকেলে ভাঙ্গুড়ার শরৎনগর বাজারের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন পাবনা-৩ এর সংসদ সদস্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন এমপি।
উপজেলা পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক রানার সভাপতিত্বে ও ভাঙ্গুড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন ছবি, সহ-সভাপতি আলহাজ্ব ফজলুর, সাবেক পৌর মেয়র আলহাজ্ব ওসমান গনি প্রামানিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রধান,
[১] যুগ্মসাধারণ সম্পাদক রমজান আলী খান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মো. আসলাম আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আজাদ খান পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাঈদ বাদশা, যুবলীগ নেতা ইবনুল হাসান শাকিল, সাবেক ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুল হাসান বিপ্লব, এছাড়া উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন