শনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

করোনায় যশোরে ৮ উপজেলার মধ্যে অভয়নগর এখন হিটলিষ্টে

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ জুন, ২০২০

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:

যশোরের অভয়নগর উপজেলায় প্রাণঘাতী কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা দিনিদিন বেড়েই চলেছে। জেলার আট উপজেলার মধ্যে সবশেষে করোনা রোগীর সন্ধান মেলে এ উপজেলায়। গতকাল মঙ্গলবার পর্যন্ত জেলার আটটি উপজেলায় আক্রান্তের সংখ্যা ৩৬৫ জন। এর মধ্যে শুধু অভয়নগরে এ সংখ্যা ১১২ জন বলে জানা গেছে। আর এ রোগে জেলায় মারা যাওয়া দুজনেরই বাড়ি অভয়নগরে। যশোর জেলা সিভিলসার্জন অফিস সূত্রে জানা গেছে, এ জেলায় ৮ এপ্রিল প্রথম মণিরামপুরে উপজেলার একজন স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। ১২ তারিখ ওই কর্মীর পজিটিভ রিপোর্ট আসে। এরমাত্র এক সপ্তাাহের মধ্যে জেলার সব উপজেলায় করোনা পজিটিভ সনাক্ত হলেও অভয়নগরে ৫ মে প্রথম একজন ভ্রাম্যমাণ তরকারী বিক্রেতার শরীরে করোনা সনাক্ত হয়।

 

সুত্রমতে গতকাল পর্যন্ত জেলায় মোট ৩৬৫ জন কোভিড-১৯ রোগীর মধ্যে মণিরামপুর উপজেলায় ১৮ জন, কেশবপুরে ৩১ জন, বাঘারপড়ায় ৬ জন, শারসায় ৩৪ জন ঝিকরগাছায় ১৭ জন এবং সদর উপজেলায় ১২৭ জন রোগি রয়েছেন। এদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩০ জন এবং মারা গেছে ২ জন। জেলা সিভিলসার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা(মিডিয়া) ডাঃ মো রেহেনেওয়াজ বলেন,‘ জেলার আট উপজেলার মধ্যে সবশেষে অভয়নগরে করোনা পজিটিভ ধরা পড়লেও ওই উপজেলায় এখন রোগীর সংখ্যা বাড়ছে দ্রুতগতিতে আর কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যাওয়া দুইজনেরই বাড়ি অভয়নগরে।’ অভয়নগর উপজেলা নির্বাহী কমৃকর্তার কার্য্যালয়সূত্রে জানা গেছে, হঠাৎ করোনাক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় উপজেলার তিনটি ইউনিয়ন এবং নওয়াপাড়া পৌরসভার ৫টি ওয়ার্ডকে গত সপ্তাহে রেড জোন ঘোষণা করা হয়েছে।

 

রেডজোনভুক্ত এলাকার মধ্যে রয়েছে নওয়াপাড়া পৌরসভার ২, ৪, ৫, ৬ এবং ৯ নম্বর ওয়ার্ডসহ চলিশিয়া, পায়রা এবং বাঘুটিয়া ইউনিয়ন। অভয়নগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্যকর্মকতা ডা: মো: আলিমুর রাজিব জানিয়েছেন, গতকালের ৪ জনসহ এ পর্যন্ত উপজেলায় করোনাক্রান্তের সংখ্যা ১১২ জন। এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মাহামুদুর রহমান রিজভীও রয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২১ জন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬ জন এবং বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন ৮৩ জন। আর মারা গেছেন ২ জন। তিনি বলেন,‘ উপজেলায় প্রথম করোনা পজিটিভ রিপোর্ট আসে ৫ মে। এরপর ঈদের আগ পর্যন্ত এ উপজেলার অবস্থা বেশ ভাল ছিল। গত ২৫ মে ছিল ঈদুল ফিতর এ সময় পর্যন্ত উপজেলায় করোনা পজিটিভে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৫ জন। এরপর ২৭ মে ২ জন রোগী সনাক্ত হয়। এ মাসে(জুন) হঠাৎ রোগীর সংখা বেড়ে ১১২ এ দাড়িয়েছে।’

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।