মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
অভয়নগরে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও শনাক্ত ৮ জন। এ পর্যন্ত উপজেলায় ভাইরাসটিতে মোট আক্রান্ত ১২১ জন। ফলোআপ পজেটিভ শনাক্ত ২ জন। আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিট। আজ আক্রান্তরা হচ্ছেন, গুয়াখোলা গ্রামের কাকলী, আব্দুল মান্নান মোল্যা, রুমা খাতুন, রেজাউল করিম।
বেঙ্গল এলাকার মনোয়ারা বেগম, চলিশিয়ার নূরজাহান বেগম, শংকরপাশার নোমান ফারাজী, কাপাশহাটির সেলিনা আক্তার। ফলোআপ পজিটিভ ২ জনই চলিশিয়ার।