প্রায় ৫০ বছর পত্রিকা ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন পাবনার চাটমোহর পৌর সদরের নতুন বাজার এলাকার বাসিন্দা “কুন্ডু বুক স্টল”এর সত্তাধিকারী উপেন্দ্র নাথ কুন্ডু ওরফে বারু। ৭৫ বছর বয়সে ২০১৯ সালের ১৩ ডিসেম্বর হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন তিনি।
ভোরে বাইসাইকেলযোগে টেবুনিয়া গিয়ে পত্রিকা এনে নাওয়া, খাওয়ার তোয়াক্কা না করে সারাদিন বিভিন্ন অফিস, স্কুল ও কলেজে পত্রিকা দিতেন। এমনকি সন্ধ্যা পর্যন্ত বাড়ী বাড়ী, দোকানে দোকানে পত্রিকা পৌছাতেন। এলাকার সবার প্রিয় মুখ ছিলেন তিনি। ১৩ ডিসেম্বর তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তার দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে চাটমোহর প্রেসক্লাবের সভাপতি দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক মোঃ রকিবুর রহমান টুকুন ও সাধারণ সম্পাদক সঞ্জিত শাহা কিংসুক, চাটমোহর রিপোর্টার্স ইউনিটির সভাপতি কে,এম,বেলাল হোসেন স্বপন, সাধারন সম্পাদক শেখ সালাউদ্দিন ফিরোজ, হান্ডিয়াল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক চলনবিলের আলো সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রনি,সাধারণ সম্পাদক সোহেল রানা জয়, চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম সহ অত্র উপজেলায় কর্মরত সকল সাংবাদিক, পত্রিকা এজেন্ট-হকার গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে তার আত্মার শান্তি কামনা করেছেন।

সোমবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
চাটমোহর সংবাদপত্রের এজেন্ট উপেন্দ্র নাথের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী
প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১