পাবনার চাটমোহর উপজেলার মধুরাপুর ইউনিয়ন নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শাহ আলমকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় মধুরাপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ভাদড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান কে ফুলের শুভেচ্ছা ও নৌকা প্রতীকের ক্রেস্ট দিয়ে গণসংবর্ধনা জানাই স্থানীয় নেতাকর্মীরা। উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃআবু তাহের।
উক্ত অনুষ্ঠানে পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোছাঃ দোলোয়ারা হালিম, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ চাটমোহর উপজেলা শাখার আওয়ামী লীগের সভাপতি এসএম নজরুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ চাটমোহর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আতিকুল রহমান আতিক, এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সরর্দার মোঃ আজিজুল হক, এছাড়াও বক্তব্য রাখেন মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শাহ আলম, চাটমোহর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক,পাবনা জেলা পরিষদের সদস্য মোঃ সাইদুল ইসলাম পলাশ, এছাড়াও নবনির্বাচিত (ইউপি) সদস্যদের গণ সংবর্ধনা দেওয়া হয়। আরো উপস্থিত ছিলেন যুবলীগ, ছাত্রলীগ,ও স্থানীয় নেতৃবর্গ উপস্থিত ছিলেন প্রমুখ।