তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল বরিশালের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ট্যাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট ইশতাক আহমেদ রুবেল বলেন, আদালতের বিচারক মামলাটি আমলে নিয়েছেন। তবে এখনো কোন আদেশ দেননি। তিনি আরও জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ইউনিটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সূত্রমতে, মামলায় ভার্চুয়াল টকশোর উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলালকেও আসামি করা হয়েছে। আদালতে মামলা করার সময় বাদীর সাথে বিএনপি নেতা এ্যাডভোকেট আলী হায়দার বাবুল, এ্যাডভোকেট মহসিন মন্টু, এনায়েত হোসেন বাচ্চু, সাদিকুর রহমান লিঙ্কন, আজাদ হোসেন, হুমায়ুন কবির মাসুদসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাদী আবুল কালাম আজাদ বলেন, মুহাম্মদ মহিউদ্দিন হেলালের ভার্চুয়াল টকশোতে অংশগ্রহণ করে ডা. মুরাদ হাসান ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অশ্লীল ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়েছেন। তাই তিনি মামলাটি দায়ের করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি একটি ভার্চুয়াল টকশোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ডা. মুরাদ হাসান।
বৃহস্পতিবার , ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
বরিশালে ডা. মুরাদের বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১