নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় খলিফাপাড়া মহল্লায় পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৯ জন গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, খলিফাপাড়া মহল্লার বাবুল মোল্লার ছেলে নয়ন (১৮) ও প্রতিবেশী হাফিজুল মুন্সির ছেলে হাবিবুল মুন্সির (১৭) সাথে ঝগড়া বিবাদ হয়। একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৯ জন আহত হলে মৃত মতি মোল্লার ছেলে মাসুদ (৪৮), শামীম (৪৪) ও আকলিমা (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত বাকি ৬ জন হলেন, সাবেক কাউন্সিলর নিজাম উদ্দিন বাবু (৪০), রবিউল করিম (৩৫), নাজিমুদ্দিন (৪২), শাকিব (১৪), নাদিম (২৩) ও বাবুল মোল্লা (৪৫) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় কাউন্সিলর ফরিদ উদ্দিন জানান, কিছুদিন আগে ক্রিকেট খেলা নিয়ে এলাকার ছেলেদের মধ্যে বাকবিতন্ডা হয়। এরপর থেকেই পারিবারিকভাবে তাদের মধ্যে রেশারেশি চলছিল। এক পর্যায়ে রবিবার সন্ধ্যার দিকে ওই ছেলেরাই মারামারি করলে অভিভাকরাও সংঘর্ষে জড়িয়ে পড়েন।
গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রবিবার , ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
গুরুদাসপুরে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৯
প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১