পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশ দিবস বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। এউপলক্ষে গতকাল রোববার সকালে উপজেলা চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লক্্ের প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুড়ালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তক অর্পণ করা হয়ে। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু’র সভাপতিত্বে সেমিনারও আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারি প্রোগ্রামার রোকনুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ। উক্ত র্যালিতে শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন