“ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিংড়া উপজেলায় “ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১” পালিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। বিভিন্ন প্রতিযোগিতার পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এম.এম সামিরুল ইসলাম।
এসময় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
#চলনবিলের আলো / আপন