বরিশালের আগৈলঝাড়ায় অবৈধবাবে বালু উত্তেলোন করা পুকুরের খাদে ডুবে এক নারীর মত্যু হয়েছে।
স্থানীয় ও নিহতর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের মৃত সোবাহান বেপারীর স্ত্রী হোসনেয়ারা বেগম (৬০) শুক্রবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।
হোসনেয়ারর ছেলে শাহাদাত বেপারী জানান, গত এক সপ্তাহ যাবৎ এলাকার সহিদ ফকিরসহ একাধিক প্রভাবশালীরা একটি পুকুরে অবৈধভাবে ড্রেজার বসিয়ে গভীর করে বালু উত্তোলন করছে। এলাকার লোকজনের বাঁধা উপেক্ষা করে বালু উত্তোলন করছে তারা। শুক্রবার দুপুরে আমার মা হোসনেয়ারা বেগম ওই পুকুরে গোসল করতে গিয়ে পুকুরের বালু উত্তেঅলন করা গভীর খাঁদে পরে যায়। পরে আমরা মাকে খোঁজাখুজি করতে গিয়ে পুকুরের পানিতে ভেসে উঠতে দেখি।
হোসনেয়ারাকেউদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিলা আক্তার তাকে মৃত ঘোষনা করে।
বালু উত্তোলনকারী সহিদ ফকির জানান, ওই পুকুর থেকে বালু উত্তোলন করে একটি মসজিদ ও মাদ্রাসা ভরাট করা হচ্ছে।

শুক্রবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়ায় অবৈধ ভাবে বালু উত্তেলোনকৃত পুকুরে ডুবে নারীর মৃত্যু
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১