বুধবার , ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উল্লাপাড়ায় ইউএইচএফপিও’র অপসারণ দাবিতে স্বাস্থ্য কর্মীদের আন্দোলন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাক্তার আনোয়ার হোসেনের অপসারণ দাবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল মাঠকর্মী ও অফিস কর্মচারীরা বৃধবার থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করে অফিস চত্বরে আন্দোলন শুরু করেছেন। বৃহস্পতিবার তাদের কর্মসূচির দ্বিতীয় দিনে ডাক্তার আনোয়ারের অফিসে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। এর আগে এই কর্মকর্তার বিরুদ্ধে দূর্ণীতি, অনিয়ম ও চরিত্রহীনতার অভিযোগ এনে স্বাস্থ্য কর্মীরা মানবন্ধন, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন, স্বাস্থ্য কমপ্লেক্সের সেকমো লুৎফর রহমান, সিএইচসিপি’র নেতা আশরাফুজ্জামান তাছু, স্বাস্থ্য সহকারী শহিদুল ইসলাম, রাশেদুল ইসলাম, সাইফুল ইসলাম, কে এম সেরাজুম খালেকিন, মোছাঃ মিনা খাতুন ও আব্দুল আলিম। বক্তাগণ ডাক্তার আনোয়ারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কর্মীদের সঙ্গে অসদাচারণ, ঘুষ ও দূর্ণীতির অভিযোগ এনে তাকে অবিলম্বে অপসারণের জন্য স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি দাবি জানান। এদিকে একজন মহিলা স্বাস্থ্যকর্মীর সঙ্গে তার অশ্লীল নৃত্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ায় উল্লাপাড়ায় তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে ঘুরে দেখা যায় ডাক্তার আনোয়ারের ওই অশ্লীল নৃত্যের ভিডিওর ছবিটি পোস্টার করে গোটা হাসপাতাল চত্বরে কে বা কারা সেঁটে দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আনোয়ার হোসেন তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে জানান, তার অফিসের কিছু কর্মীদের দুর্ণীতি ও অনিয়মের ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ায় কর্মীরা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে আন্দোলন শুরু করেছেন।

অন্যদিকে স্বাস্থ্যকর্মীদের চলমান আন্দোলন কর্মসূচীর ঘটনায় সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিস থেকে ডেপুটি সিভিল সার্জন মুহাম্মাদ সামছুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। ডেপুটি সির্ভিল সার্জন গণমাধ্যম কর্মীদেরকে জানান, উপজেলার কমপ্লেক্সের প্রধান ডাক্তার আনোয়ারের বিরুদ্ধে আন্দোলনকারীদের উত্থাপিত অভিযোগ তদন্ত করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা প্রতিবেদন দেবেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।