পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে বাংলাদেশ আওয়ামী লীগ শাখা কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) বিকাল ৩টায় পার্টি অফিস উদ্বোধন শেষে হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা অনুষ্ঠিত হয়। হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. রবিউল করিম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামী লীগ হান্ডিয়াল ইউনিয়ন শাখা কার্যালয় শুভ উদ্বোধন করেন, পাবনা-৩ সংসদ সদস্য ও ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো.মকবুল হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম. নজরুল ইসলাম – সভাপতি, আওয়ামী লীগ চাটমোহর উপজেলা শাখা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, মো. আতিকুর রহমান আতিক- সাধারণ সম্পাদক, চাটমোহর উপজেলা আওয়ামী লীগ।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফিরোজা পারভীন, হান্ডিয়াল ইউনিয়ন চেয়ারম্যান কে. এম জাকির হোসেন, নবনির্বাচিত হরিপুর ইউনিয়ন চেয়ারম্যান মকবুল হোসেন, পার্শ্বডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আজহার আলী, মুলগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান রাশিদুল ইসলাম বকুল, নিমাইচড়া ইউনিয়ন চেয়ারম্যান নুরজাহান বেগম মুক্তি, ছাইকোলা ইউনিয়ন চেয়ারম্যান নুরুজ্জামান নুরু ও মথুরাপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহ আলম ।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ হান্ডিয়াল ইউনিয়ন শাখা কর্তৃক নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো.রবিউল করিম মাস্টারকে গণসংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মো.শাহ আলম প্রামানিক- সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ হান্ডিয়াল ইউনিয়ন শাখা।