যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ থেকে দূরে রাখতে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নে ঘরোয়া ক্রিকেট লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে নাজিরপুর উচ্চবিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন করবেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ শওকত রানা লাবু।
এ উপলক্ষে আজ শুক্রবার বেলা ১২টায় নাজিরপুর ইউনিয়ন পরিষদ ক্যাম্পাসে শহীদ লুৎফর রহমান স্পোর্টিং ক্লাবের তরুন সদস্য ও যুবকদের সাথে এক মতবিনিময় সভা করেন প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু। মতবিনিময়কালে তিনি এলাকার যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং ক্লাবের সদস্যদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক মোল্লা, ইউপি সদস্য মিজানুর রহমান উজ্জল, বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় ঘরোয়া লিগের মাঠ পরিচালক তারিকুল ইসলাম সবুজ, শহীদ লুৎফর রহমান স্পোর্টিং ক্লাবের সদস্য আব্দুল্লাহ, সুমন, শফিক, ইকবাল, শরিফ, রাকিবুল সহ সকল খেলোয়ার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাজসেবক নজরুল ইসলাম বলেন- সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে চাইলে আগামী ৫ জানুয়ারি শওকত রানা লাবুকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমরা ভোট দিবো, আপনারাও দিবেন ইনশাআল্লাহ।
#চলনবিলের আলো / আপন