আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে চাটমোহরে দিন ব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে। “আপনার অধিকার, আপনার দায়িত্ব দুর্নীতিকে না বলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাটমোহর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং পাবনা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ও চাটমোহর উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে চাটমোহর উপজেলা পরিষদ চত্ত্বরে বেলুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের দিনব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন সহ অতিথি ও শিক্ষার্থী সমন্বয়ে মানববন্ধন করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস.এম. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা কৃষি কর্মকর্তা এ.এ. মাসুম বিল্লাহ, চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র, দৈনিক আমাদের বড়াল পত্রিকা সম্পাদক মোঃ হেলালুর রহমান জুয়েল, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম মধু।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
চাটমেহরে দুর্নীতিবিরোধী দিবস পালন
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১