শনিবার , ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় শীত নিবারণে লেপ-তোষক তৈরী ও পুরাণ কাপড়ের দোকানে বাড়ছে ক্রেতা

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘুর্নিঝড় জাওয়াদের প্রভাবে বরিশালের আগৈলঝাড়ায় তিন দিন যাবৎ বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে জনপদে জেঁকে বসতে শুরু করেছে শীত। গত বছরের তুলনায় এবছর আগাম শীতের কারণে ছিন্নমুল পরিবারের লোকজন ও খেটে খাওয়া দিনমজুরসহ নিম্নবিত্ত পরিবার সদস্যরা শীতের কবল থেকে রক্ষা পেতে ভীড় করছেন গরম পোশাক কিনতে। এদিকে শীতের জন্য লেপ-তোষক বানাতে মহাব্যস্ত সময় পার করছেন দোকানীরা।
আবহাওয়া অধিদপ্তরের ঘোষণা অনুযায়ি চলতি মাসে দুটি শৈত্য প্রবাহসহ আসছে। মাঘ মাসের কনকনে শীত মোকাবেলার জন্য লেপ-তোষক বানানো ও শীতবস্ত্র কেনাকাটায় দোকানগুলোতে ভীড় করছেন মানুষেরা।
গরম পোশাকের দোকানগুলোতে এখনই বেচা শুরু হয়েছে। সুযোগে পোশাক বিক্রেতারাও গরম পোষকের দাম একটু বেশী হাকাচ্ছেন ক্রেতাদের কাছে। বিপনী বিতান, অভিজাত গার্মেন্টগুলোতে দাম হাকানোর কারণে নিম্ন আয়ের মানুষেরা তাদের পরিবার পরিজনের গরম কাপড়-চোপড় কিনতে ভীড় করছেন শহরের প্রধান সড়কের পাশের ফুটপাতের দোকান গুলোতে। সকাল থেকে রাত পর্যন্ত উপজেলা শহরের জিরো পয়েন্টে দোকান খুলে বসছে কার্তিক সরকারসহ অন্যান্য ব্যবসায়িরা। বিভিন্ন হাট বাজারেও পুরোনো শীতবস্ত্র বেচাকেনার বাজার বেশ জমে উঠেছে। বড় বড় দোকানের চেয়ে অপেক্ষাকৃত কম মূল্যে পুরানো কাপড় কিনতে পেরে খুশি মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রমজীবি পরিবারের লোকজনও।
গৈলা বাজারের ভাই ভাই বেডিং ষ্টোরের মালিক জালাল খলিফা জানান, শীতের মৌসুম শুরুর কারণে লেপ-তোষক তৈরী ও বিক্রি বেড়েছে অনেক। উপজেলা সদর, গৈলা বাজার, ছয়গ্রাম, সাহেবেরহাট, বাশাইল বাজার, পয়সারহাট বন্দর, বাটরা বাজার, বারপাইকা বাজারসহ বিভিন্ন এলাকার বাজারগুলোতে লেপ-তোষক তৈরিকারকদের ব্যস্ততা আগের তুলনায় অনেক বেশী দেখা গেছে।
ভাই ভাই বেডিং ষ্টোরের মালিক জালাল খলিফা জানান, বর্তমানে দু’জনের জন্য ব্যবহারের একটি লেপ বানাতে খরচ নেয়া হচ্ছে ১হাজার থেকে ১৩০০ টাকা পর্যন্ত। তবে কাপড় ও তুলার মান ও প্রকারভেদে এর দাম কম বেশী নেয়া হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।