রবিবার , ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চৌহালীতে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৭টি ইউনিয়নে চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর২০২১ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে পুরো উপজেলায় উন্নয়নের প্রতিশ্রুতি আর উৎসবের আমেজ  বিরাজ করছে। প্রার্থীরা ভোর থেকে গবীর রাত পর্যন্ত  ভোটারদের দৃষ্টি আকর্ষণে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এবার ভোটাররাও নতুন পুরাতন ও বর্তমান চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন। তবে অধিকাংশ ভোটার দল নয়, সুখ দুঃখে যারা এলাকার মানুষের খোঁজ খবর ( পাশে)  থাকবেন তাকেই ভোট দেবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান জানান, উপজেলার ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ জন,সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮১ জন এবং সাধারণ সদস্য পদে ২৪২ জন  প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
চেয়ারম্যান পদে  যারা লড়ছেন তারা হলেন- খাষকাউলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের আবু সাইদ বিদ্যুৎ প্রতীক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মোঃ  হুমায়ন কবির (ঘোড়া)।  খাষপুকুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আবু দাউদ সরকার (নৌকা),স্বতন্ত্র আবুল কালাম আজাদ ( মোটরসাইকেল ), সাবেক চেয়ারম্যান  স্বতন্ত্র প্রার্থী  মিজানুর রহমান বাবলু প্রতীক  (আনারস)।
বাঘুটিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মোঃ আবুল কালাম মোল্লা (নৌকা),  বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র  প্রার্থী আব্দুল  কাহহার সিদ্দিকী ( ঘোড়া),  স্বতন্ত্র প্রার্থী মোঃ শরিফ উদ্দিন ( আনারস), স্বতন্ত্রপ্রার্থী  আলী আকবর হোসেন ( মোটরসাইকেল) ।
ঘোরজান ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আক্তারুজ্জামান মন্টু (নৌকা),  বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মোঃ রমজান আলী (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম তালুকদার ( আনারস), স্বতন্ত্র প্রার্থী আঃ মান্নান শিকদার  (হাতপাখা) ।
 উমারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আঃ রাজ্জাক (নৌকা), বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র  প্রার্থী আঃ মতিন মন্ডল ( ঘোড়া),  স্বতন্ত্র প্রার্থী আঃ কাদের বিএসসি ( আনারস), জবেদ আলী স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল)।
স্থল ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নজরুল ইসলাম (নৌকা) ,  স্বতন্ত্র প্রার্থী মোঃ জহুরুল ইসলাম ( আনারস)।
সদিয়াচাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের  জাহাঙ্গীর আলম ( নৌকা)  স্বতন্ত্র প্রার্থী মোঃ  শওকত আলী ( আনারস),স্বতন্ত্র  ইসমাইল হোসেন উদয়( মোটরসাইকেল),  স্বতন্ত্র আঃ খালেক( চশমা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান জানান, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব, এমন প্রতিশ্রুতি নিয়েই আসন্ন ইউনিয়ন পরিষদের  অবাদ, নিরপেক্ষ, সচ্ছলতা ও জবাবদিহি মুলক  নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এছাড়াও ঝুকিপূর্ণ ভোট কেন্দ্রসহ সব গুলোতে সংঘর্ষ ও জবরদখল  এড়াতে গোয়েন্দা সংস্থার নজরদারি সহ মাঠে থাকবেন কয়েকটি দপ্তরের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।