শনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অবশেষে বাড়িতে আশ্রয় পেলেন রাস্তার পড়ে থাকা আগৈলঝাড়ার সেই বৃদ্ধা দীপু বালা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পুলিশের সহায়তায় হাসপাতালে চিকিৎসা নিয়ে অবশেষে স্বজনদের সাথে বাড়িতে আশ্রয় পেয়েছেন রাস্তার পাশে পড়ে থাকা আগৈলঝাড়ার আলোচিত ৭০ বছরের অসহায় সেই বৃদ্ধা দীপু বালা। পুলিশের সহায়তায় সোমবার হাসপাতালে ভর্তি হয়ে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহন শেষে মঙ্গলবার সকালে বৃদ্ধা দীপু বালাকে তার ভাই ও তাদের স্বজনেরা হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতাল প্রধান ডা. বখতিয়ার আল মামুন ও থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন। থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, করোনা সন্দেহে শারীরিকভাবে অসুস্থ ৭০ বছরের বৃদ্ধা পিসিকে সোমবার দুপুরে আগৈলঝাড়া-ঢাকা-পয়সারহাট আঞ্চলিক মহাসড়কের ফুল্লশ্রী বাইপাস বাস স্ট্যাান্ডে মহাসড়কের পাশে ফেলে রেখে সটকে পরে ভাইয়ের ছেলে মিথুন সাহা।

 

গণমাধ্যম কর্মীদের মাধ্যমে খবর পেয়ে তার (ওসি)র নির্দেশে এসআই শাহজাহান রাস্তায় পরে থাকার চার ঘন্টা পরে বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষনিক হাসপাতালে ছুটে যান ওসি মো. আফজাল হোসেন। হাসপাতালে গিয়ে নিঃসন্তান অসহায় বৃদ্ধা দীপু বালাকে ভর্তি করিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ি চিকিৎসা প্রদান করা হয়। ওসির নির্দেশে সোমবার রাতে এসআই শাহজাহান আস্কর বাজারে বৃদ্ধার পরিবারকে খুজে বের করেন। সেখানে খোঁজ মেলে বৃদ্ধার পরিবার স্বজনদের। এদিকে রাতে বৃদ্ধাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান, খাদ্য, অষুধ ও আনুসাঙ্গিক সহায়তা প্রদান করে হাসপাতাল ও পুলিশ প্রশাসন। সোমবার দুপরে সড়কের পাশে ফেলে যাওয়া ওই বৃদ্ধাকে চিকিৎসা প্রদান শেষে মঙ্গলবার সকালে হাসপাতালের ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যায় বৃদ্ধার ভাইয়ের ছেলে মিথুন সাহা।

 

হাসপাতাল প্রধান ডা. বখতিয়ার আল মামুন জানান, বৃদ্ধাকে প্রয়োজনীয় সকল চিকিৎসা প্রদান ও অষুধ সরবরাহ করা হয়েছে। তার পরেও মঙ্গলবার সকালে ছাড়পত্র দেয়ার আগে করোনা সনাক্তর নমুনা সংগ্রহ করা হয়েছে। শারীরিক অসুস্থতার কাটিয়ে ওঠা এবং নমুনা প্রদানের কারনে তাকে ১৪দিন হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। ওসি মো. আফজাল হোসেন বলেন, বৃদ্ধার পরিবারের স্বজনেরা তার সাথে ঘটে যাওয়া অমানবিক আচরণের জন্য ভুল স্বীকার করেছেন। হাসপাতাল থেকে তাকে বাড়ি নিয়ে গেছেন। বৃদ্ধার বিষয়ে পুলিশ সার্বক্ষনিক ওই বাড়ির খোজ খবর নেয়ার কথা জানিয়ে করোনায় তিনি সবাইকে মানবিক হবারও আহ্বান জানান। প্রসংগত, ৩-৪ বছর আগে স্বামী মারা যাবার পরে ৭০ বছরের নিঃসন্তান আস্কর গ্রামের বৃদ্ধা দীপু বালা বরিশাল কাঠপট্টি রোডের ধীরেণ সিকদারের বাসায় ঝি’য়ের কাজ করতেন।

 

সেখানে কর্মরত অবস্থায় শরীরে দুর্বলতা ও বার্ধক্য জনিত কারণে হঠাৎ অসুস্থ হন তিনি। গ্রামের বাড়িতে খবর দিলে ভাইয়ের ছেলে মিথুন সাহা বরিশাল থেকে সোমবার বৃদ্ধা পিসিকে বাড়ি আনতে গিয়ে করোনা সন্দেহে আগৈলঝাড়া বাইপাস সড়কের বাসস্যান্ডে নেমে সটকে পরেছিলেন ভাইয়ের ছেলে মিথুন সাহা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।