নাটোরে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজে আন্তঃ শ্রেণি ভলিবল টুর্নামেন্ট ২০২১ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ভলিবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে আহ্বায়ক প্রফেসর মোঃআব্দুল লতিফ মিয়ার সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জহিরুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ আব্দুল বারী মির্জা, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মোঃ ফরহাদ হোসেন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এস.এম সাহাদত হোসেন রাজিব, ছাত্রনেতা রিওন প্রমুখ।
উদ্বোধনী খেলায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ২-০ সেটে ইংরেজি বিভাগকে পরাজিত করে।