সোমবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চাটমোহরে পরীক্ষা বর্জন করে বখাটের শাস্তির দাবি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রী (১৫) কে প্রেম নিবেদন ও উত্যক্ত করার ঘটনায় আশিকুর রহমান আশিক (১৭) নামের এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে চড়ইকোল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরআগে বুধবার রাতে হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের ওই ছাত্রীর পিতা মোঃ মোবারক হোসেন চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আশিক হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামের আলহাজ্ব আলীর ছেলে। সে চলতি বছর চড়ইকোল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। এদিকে ঘটনার প্রতিবাদে ও আশিকের শাস্তির দাবিতে চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বৃহস্পতিবার (২ ডিসেম্বর) পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আনোয়ার হোসেন স্কুলে যান।
তারা শিক্ষার্থীদের বুঝিয়ে অপরাধীকে গ্রেফতার ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে সম্মত হয়। এরই মধ্যে চাটমোহর থানার এসআই কালামের নের্তৃত্বে পুলিশ বখাটে আশিকুর রহমান আশিককে গ্রেফতার করেন।
অভিযোগে জানা গেছে, চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী স্কুলের পরীক্ষা শেষে বুধবার (১ ডিসেম্বর) বিকেলে বাড়ি ফিরছিলো। পধিমধ্যে চড়ইকোল পাঠানপাড়া এলাকায় বখাটে আশিক তার পথরোধ করে ফুল দিয়ে প্রেম নিবেদন করে।
ওই ছাত্রী তা প্রত্যাখ্যান করলে আশিক তার হাত ধরে টানাটানি শুরু করে। এসময় তার বান্ধবীরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে ওই ছাত্রীকে উদ্ধার করেন। মোটরসাইকেল যোগে পালিয়ে যায় আশিক।
স্কুলের প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র ঘটনার সত্যতা শিকার করে বলেন, জানান, ইতোপূর্বে আশিক স্কুলের ৯ম শ্রেণীর দুই ছাত্রীকে উত্যক্ত করে এবং স্কুলের কয়েকজন ছাত্র ও এক শিক্ষককে মারপিট করে। এনিয়ে থানায় অভিযোগ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম জানান, ছেলেটা ইতোপূর্বে একাধিক অনাকাঙ্খিত ঘটনা ঘটিয়েছে। তাকে সামাজিকভাবে প্রতিরোধ করা দরকার।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন জানান, ঘটনার বিষয়ে থানায় এজহার দায়ের হয়েছে। মামলা নং-১, তারিখ ০১/১২/২০২১। আমরা বখাটে আশিককে গ্রেফতার করেছি। স্কুলে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলেছি। আশিকের বিরুদ্ধে আইনহত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।