চাটমোহর পৌর সদরের পুরান বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। পাবনা জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক মো: জহিরুল ইসলাম ভ্রাম্যমান আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন। ভ্রাম্যমান আদালত ব্যবসা প্রতিষ্ঠান গুলোয় পাবলিক প্লেসে হালনাগাদ পণ্য/দ্রব্যের মূল্য তালিকা না থাকায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে দুই হাজার টাকা করে জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালত জনসম্মুখে খোলা ও প্যাকেটজাত লবনে আয়োডিন পরীক্ষা করে। আয়োডিন বিহীন প্রায় ৫০ কেজি খোলা লবন উদ্ধার করে জনসম্মুখে তা ধ্বংস করা হয়। এ সময় চাটমোহর থানার এএসআই নুরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শক মো: আসলাম হোসেন, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র প্রচার সম্পাদক মো: নজরুল ইসলাম সহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন