পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে চাটমোহর থানা অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেনের নের্তৃত্বে এসআই মঈনুল হোসেন, এএসআই মোস্তাফিজুর রহমান, এএসআই মোঃ রাশেদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সদের সহযোগীতায় মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে চাটমোহর থানাধীন হরিপুর ইউনিয়নে মৃধাপাড়া গ্রামের পিসিডি অফিসের সামনে পাকা রাস্তার উপর আটঘরিয়া থানার মিয়া পাড়া গ্রামের মোঃ আফাজ উদ্দিনের ছেলে রমজান আলী (৩২) ও চাটমোহর থানার কুমারগাড়া গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে চাঁদ আলী (৩০) কে একটি ফ্রিডম রানার মোটর সাইকেল যোগে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে যাওয়ার সময় তল্লাশি করে রমজান আলীর প্যান্টের পকেট থেকে ৩৫০ পিচ ও চাঁদ আলীর প্যান্টের পকেট থেকে ৫০পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধার করেন। এ বিষয়ে মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে জেল হাজতে প্রেরন করা হচ্ছে।
#চলনবিলের আলো / আপন