পাবনার ভাঙ্গুড়ায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করে ২০২১-২২ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির শিক্ষাথীরা। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো: শহিদুজ্জামান।
শিক্ষার্থী ঝিনুক ও ফাহিম এর সঞ্চালনায় আলোচনা পর্বে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহবুব-উল-আলম ও ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুস সালাম। পরে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, কৌতুক ও কবিতা আবৃত্তিতে অংশ নেয়। এর আগে প্রবীণ শিক্ষার্থীরা ফুল দিয়ে নবীন ছাত্র-ছাত্রীদের বরণ করে নেয়।
#চলনবিলের আলো / আপন