টানা ষষ্ঠ বারের মত এবারও নীলফামারী পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন দেওয়ান কামাল আহমেদ (নৌকা)।
রবিবার(২৮ নভেম্বর) সন্ধ্যায় ফলাফল ঘোষনা করেন রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন।
তিনি জানান, ১৩৪৪৫ ভোট পেয়ে পৌর মেয়র নির্বাচিত হয়েছেন দেওয়ান কামাল আহমেদ(নৌকা)। তার প্রতিদন্দ্বী প্রার্থী সতন্ত্র নুরুজ্জামান বুলেট (নারিকেল গাছ) পেয়েছেন ১০১১৩ ভোট ও জহুরুল আলম (কম্পিউটার মার্কা) পেয়েছেন ২৩৩০ ভোট।
রিটানিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা স্বতঃস্ফুর্তভাবে সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট দিয়েছে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত,১৯৮৯ সালে প্রথম পৌর মেয়র নির্বাচিত হন কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ। এরপর থেকে মাঠে কোন শক্তিশালী প্রতিদন্দ্বী প্রার্থী না থাকায় টানা গত পাঁচ ধাপে তিনি মেয়র হিসেবে নির্বাচিত হন।
#চলনবিলের আলো / আপন