মো: স্বপন হোসেন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ানের জি’ পালের বাড়ির গণেশ সেনকে ৬ হাজার টাকা জরিমানা অাদায় করেছে ভ্রাম্যমান অাদালত। সূত্রে জানাযায়, গণেশ সেন তার পুকুরে গতকাল সোমবার (২২ জুন) প্রশাসনের অনুমতি না নিয়ে ‘ বরশী শিকারিদের কাছে ৬০ হাজার টাকা চুক্তি দেয়।
শিকারিরা সামাজিক দুরত্ব না রেখে মাছ শিকার করায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম. লুৎফর রহমান আজাদ মৃত গৌরাঙ্গ সেনের ছেলে গণেশ সেনকে ১৮৬০ এর দণ্ডবিধি ২৬৯ ধারায় ৬ হাজার টাকা জরিমান অাদায় করে।