সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৮ নং সলঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বর নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ভ্যানগাড়ি প্রতিকের প্রার্থী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। তিনি পেয়েছেন ১৩৮১ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল মামুন মন্ডল ( ফুটবল মার্কা) পেয়েছেন ৭৮৭ ভোট। বিজয়ী মেম্বর বনবাড়িয়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে,গরিবের বন্ধু,সকলের আস্থাভাজন ব্যক্তিত্ব,সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক,জাতীয় দৈনিক জনতা’র প্রতিনিধি,উদীয়মান সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। বিজয়ী মেম্বর মন্টু নির্বাচন পরবর্তী রবিবার সন্ধ্যা ৬ টায় তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জানান, আমার এ বিজয় ১নং ওয়ার্ডের সম্মানীত ভোটার ভাই-বোনদের। তারা আমাকে যে আস্থা, ভালোবাসা আর তাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে নিরঙ্কুষ বিজয় করেছেন,আমি যেন তাদের পাশে থেকে সেবা করতে পারি। তাই আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আমি বনবাড়িয়া,প্যাচরপাড়া, বছনীগাছা,পুস্তিগাছার সহ ১ নং ওয়ার্ডবাসীর কাছে কৃতজ্ঞ।
#চলনবিলের আলো / আপন