নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ইমদাদুল হক জনি নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টি-এমএল’র সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা ও চাঁদাবাজীর মামলা আছে। আটককৃত জনি সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের উলিপুর গ্রামের মেহের আলীর ছেলে। রোববার দুপুরে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া। সংবাদ সম্মেলেনে গ্রেফতারকৃত ইমদাদুল হক জনিকে হাজির করা হয়। পুলিশ জানায় শীর্ষ সন্ত্রাসী জনি সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়ে এলাকায় রাষ্ট্র বিরোধী ও সন্ত্রাসী বাহীনি গড়ে তোলার অপচেষ্টা করে। পাশাপাশি চাঁদাবাজী করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আত্রাই উপজেলার রেলওয়ে ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় বেশকিছু আলামত জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারকৃতকে রিমান্ড আবেদন করবে জানায় পুলিশ।
#চলনবিলের আলো / আপন