রবিবার , ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উল্লাপাড়ার বাঙ্গালায় মোটর সাইকেল মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু হানিফের ব্যাপক শোডাউন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

তৃতীয় ধাপের ২৮ নভেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও জনদরদী নেতা আবু হানিফের মোটর সাইকেল মার্কার ব্যাপক শোডাউন ও নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইসলামপুর ধরইল মাঝিপাড়া দাখিল মাদ্রাসা মাঠ থেকে এ শোডাউন শুরু করা হয়। শোডাউনে ৫০০ টি অটোভ্যান, ১০০ টি লছিমন ও দুই শতাধিক মোটর সাইকেলে প্রায় ৭ হাজার নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
নির্বাচনী শোভাযাত্রাটি বাঙ্গালা ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও প্রধান প্রধান সড়কসহ প্রায় গ্রামের সড়কে প্রদক্ষিণ করে। এ সময় পাড়া-মহল্লার নারী-পুরুষ, যুবক-যুবতীরা হাত নেড়ে আবু হানিফকে অভিনন্দন জানান। বেলা ১১ টায় শুরু হওয়া শোভাযাত্রাটি প্রায় ৫ ঘন্টার বেশি সময় ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ শেষে বিকাল ৪ টার দিকে পুনরায় মাদ্রাসার মাঠে এসে শেষ হয়।
মোটর সাইকেল মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু হানিফের কর্মী ও সমর্থকেরা জানিয়েছেন, একজন প্রবীণ আ’লীগ নেতা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে আবু হানিফের রয়েছে ব্যাপক সুনাম ও জনপ্রিয়তা। তিনি দীর্ঘ ৪২ বছর আওয়ামী রাজনীতির বিভিন্ন পদ-পদবিতে দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতা পেশা ছেড়ে তিনি জনগনের প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে মোটর সাইকেল মার্কায় অংশ নিয়েছেন।
আবু হানিফ জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হলে তিনি ব্যাপক ভোটে জয়লাভ করবেন বলে তিনি আশাবাদী।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।