সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ফুটপাত দখলমুক্ত না করে জরিমানা আলোচনার ঝড়

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
যশোরের অভয়নগরে ফুটপাত দখলমুক্ত না করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপজেলা প্রশাসনকে নিয়ে  ব্যাপক আলোচনার  ঝড় উঠেছে।
গত ২৫ নভেম্বর  (বুধবার) বিকালে নওয়াপাড়া শহরের বিভিন্ন জায়গায় ফুটপাত দখল করে যত্রতত্র গড়ে ওঠা দোকানপাটে জরিমানা করা নিয়ে এ অলোচনার সৃষ্টি হয়।
আলোচনায় বিষয়বস্তু হয়ে ওঠে সড়কের পার্শে বসা অসহায় জুতা সেলাই করা এক মুচিকে ৪২০ টাকা জরিমানা করা-কে কেন্দ্র করে।
বাজার এলাকা ঘুরে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিনুর রহমান’র  উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন,
সহকারী কমিশনার ( ভূমি)  তানজিলা আখতার। এসময়   বেশ কিছু ফুটপাত দখলকারীকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।   ৩ – ৪ ফুট ফুটপাত দখলকারী বড় ব্যবসায়ীদের  ২০০, ২৫০, টাকা জরিমানা করা হয়, এবং রাস্তার এক পার্শে বসা মুচিকে জরিমানা করা হয় ৪২০ টাকা।
ভ্রাম্যমান আদালতের জরিমানার আদায়ের সংবাদ পেয়ে সেখানে জাতীয় সপ্তাহিক কর্মক্ষেত্রে পত্রিকার অভয়নগর সংবাদদাতা মোঃ কামাল হোসেন উপস্থিত হয়ে ছবি তুলতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার দায়িত্ব কর্তব্য পালনে বাঁধা সৃষ্টি করে, এবং তার সাথে অশালীন  আচারণ শুরু করেন।
এ বিষয়ে জুতা সেলাই করা (মুচি) প্রদীপ দাস বলেন, আমি রাস্তার কোনায় বসে জুতা সেলাই করি এ কর্মের উপর’ই আমার সংসার চলে কাল সারাদিন ২২০ টাকা উপার্জন করেছিলাম। আমাকে জরিমানা করা হলো ৪২০ টাকা আমি অনেক আঁকুতি মিনতি করে তাদের অনুরোধ করেছিলাম আমাকে ক্ষমা করতে। ভেবেছিলাম স্যারেরা  শিক্ষিত লোক তারা আমার দুঃখটা বুঝবে কিন্তু তারা  বুঝলোনা বরং নির্দয়ের  মতো জরিমানার টাকা আদায় করল। আমি ভগবানের কাছে বিচার দিয়েছি তিনিই এর বিচার করবে।
এ বিষয়ে স্থানীয় পথচারীরা বলেন , প্রায় নওয়াপাড়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ীদের জরিমানার করা হয়। তবে ফুটপাত দখল মুক্ত করতে কোন কার্যক্রম দেখা যায় না। গত ১৪ নভেম্বর রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা দখল মুক্ত করতে ৩ দিনে আল্টিমেটাম দেওয়া হয় কিন্তু অদৃশ্য কারণে ১২ দিন অতিবাহিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
নওয়াপাড়া বাজারের গার্মেন্টস পট্টি,জুতাপট্টি, চুড়িপট্টি গুরুহাটা, ভূষিপট্টি সহ কাঁচাবাজেরে সড়কগলো দখলদারদের হাতে জিম্মি হয়ে আছে চুড়িপট্টি’র ১৬ ফিট রাস্তা আজ ৪ ফিট হয়ে গেছে। এ সকল  ফুটপাত দখল মুক্ত করতে  প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন ভূমিকা দেখা যায় না।
জরিমানা করে জনগনের সমস্যার  সমাধান হচ্ছে না কাজেই আমরা জরিমানা নয় দখল মুক্ত ফুটপাত  চাই।
উপরোক্ত বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুর রহমান   বলেন, জরিমানার বিষয়টি আমার জানা নেই। তবে জরিমানা বিষয় জানতে সহকারী  কমিশনার (ভূমি)-র সাথে যোগাযোগ করতে পারেন।
পরে এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার বলেন, ইতিপূর্বে জুতা সেলাই করা ব্যক্তিকে সতর্ক করা হলেও তিনি ফুটপাত দখল করে কাজ করছিলেন । সে জন্যই তাঁকে জরিমানা করা হয়েছে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।