সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাহহার সিদ্দিকী তৃতীয়বারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এর আগে প্রথমবার আ’লীগের সমর্থনে এবং দ্বিতীয়বার নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত হোন তিনি। কিন্তু ব্যপক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তৃতীয়বারে আ’লীগের মনোনয়ন বঞ্চিত হন তিনি। (মঙ্গলবার ২৩ নভেম্বর) ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে তার নতুন বাড়িতে নির্বাচন নিয়ে আলোচনা সভা করেন। আলোচনা সভায় প্রতিটি ওয়ার্ডের নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতামত এবং অনুরোধে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ গ্রহণের সিদ্ধান্ত হয়। তিনি আজ ২৪ নভেম্বর মনোনয়ন ফরম উত্তোলন করবেন বলে এ প্রতিবেদককে বলেন। আজ ফরম কিনলেন আগামীকাল বৃহস্পতিবার জমা দিবেন। বাঘুটিয়া ইউনিয়ন বাসির দাবি রক্ষার্থে এ বছরে সতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে লড়বেন । এলাকার জনগন বলেন, বর্তমান সরকারের উন্নয়ন ধারার চেয়ারম্যান কাহহার সিদ্দিকীর নিজের অর্থায়নে উন্নয়ন নজর কারার মতো। তাই আমরা তার হয়ে নির্বাচনে মাঠে থাকব ইনশাআল্লাহ।
#চলনবিলের আলো / আপন