সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় কৃষি অফিসের উদ্যোগে কৃষকের মাঝে উন্নত জাতের বঙ্গবন্ধু ধান ১০০’ বিতরণ করা হয়েছে।
গত বুধবার ২৪ নভেম্বর সকালে উপজেলা কৃষি অফিসের সামন থেকে কৃষিবিদ (কৃষি অফিসার) জেরিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ভাইচ চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার বঙ্গবন্ধু ধান বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা প্রেসক্লাব সভাপতি মাহমুদুল হাসান, উপসহকারি কৃষিবিদ মোহাম্মদ আলী,কৃষি বিদসহ বিভিন্ন ব্যক্তবর্গ।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জেরিন আহমেদ বলেন নতুন জাতের ধানের প্রতি কেজি ২৫.৭মিলি গ্রাম জিংক রয়েছে এছাড়াও ধানে২৬.৮%শতাংশ অ্যামাইলেজ এবং প্রোটিন ৭.৮%রয়েছে। চৌহালীতে এই প্রথমবারের মতো কৃষকের মাঝে উন্নত জাতের বঙ্গবন্ধু ধান ১০০পরিক্ষা মুলক বিতরণ করা হয়। এ ধান আবাদে ফলন বহুগুন ও নতুন জাতের ধান তাই আগামীতে কৃষি আবাদে বিপ্লব ঘটাবে বলে আমার বিশ্বাস।
#চলনবিলের আলো / আপন