নাটোরে মেধাবী ছাত্রী এইসএসসি পরিক্ষার্থী সানজিদা আক্তারের মুখে অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে ও অভিযুক্তদের শাস্তির দাবীতে মানববন্ধন করে প্রথমআলো বন্ধুসভা। মঙ্গলবার সকালে শহরের কানাইখালিতে প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।
গত রবিবার বিকেল ৫ টার দিকে ডাঙ্গাপাড়া বাজার সংলগ্ন রাস্তায় বখাটে মুহিন ও তার সহযোগীরা সানজিদার মুখে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ অভিযুক্ত মুহিনকে গ্রেফতার করে।
প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,প্রথমআলো নাটোর প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা অ্যাডভোকেট মুক্তার হোসেন,নাটোর লাঠিবাসি সুমিতির সভাপতি এবং বন্ধুসভার উপদেষ্টা আব্দুস সালাম,নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাহাদত হোসেন রাজিব,সাংবাদিক রফিকুল ইসলাম,মেহেদী হাসান বাবু,বন্ধুসভার সভাপতি আব্দুল কাদের সজল,কলেজ ছাত্রী সাদিয়া আক্তার,কলেজ ছাত্র রাসেল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, অ্যাসিড নিক্ষেপকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পাশাপাশি অ্যাসিড কোথায় থেকে সাপ্লাই হলো তার সঠিক তদন্ত করে সাপ্লাইকারিকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে কেউ অ্যাসিড সাপ্লাই দেওয়ার সাহস না পায়।
#চলনবিলের আলো / আপন