আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপের নির্বাচনে সিরাজগঞ্জের চৌহালীতে ৭টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে।
রোববার (২১ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করে ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী লীগ।
মনোনয়ন বোর্ডের তালিকা ও দলীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মার্কা নৌকা প্রতীকের (মনোনয়ন) মাঝি হলেন যারা- আবু ছাইদ বিদ্যুৎ (খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ),মো: আবু দাউদ সরকার (খাষপুকুরিয়ার ইউনিয়ন পরিষদ), আব্দুর রাজ্জাক (উমারপুর ইউনিয়ন পরিষদ), মো: আক্তারুজ্জামান সরকার মন্টু (ঘোড়জান ইউনিয়ন পরিষদ), মো: আবুল কালাম মোল্লা (বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ), জাহাঙ্গীর আলম (সদিয়া চাঁদপুর) ও নজরুল ইসলাম (স্থল ইউনিয়ন পরিষদ)।
চৌহালীতে ৭টি ইউনিয়নের মধ্যে ৫টিতে আওয়ামী লীগ দলীয় নতুন (মুখ)প্রার্থীদের মনোনয়ন দিয়েছে দল। বাকি ২ টিতে গত নির্বাচনের বিজয়ী নৌকার বর্তমান প্রার্থী এবং ১টিতে পরাজীত দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিলেন আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনকে আন্তরিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে স্থানীয় সরকার নির্বাচনে আগামীতে যোগ্য, দক্ষ ও বিশ্বস্ত জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া প্রয়োজন বলে অভিমত প্রকাশ করেছেন আওয়ামী লীগ দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
#চলনবিলের আলো / আপন