আসছে আগামী (২৩ ডিসেম্বর) ৪র্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের জন্য যশোরের অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। রোববার (২১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
৮ ইউপি তে যারা মনোনয়ন (নৌকা) পেয়েছেন তারা হলেন,১ নং প্রেমবাগ ইউনিয়নে মো.মোঃ মফিজ উদ্দিন, ২নং সুন্দলী ইউনিয়নে বিকাশ রায়, ৩ নং চলিশিয়া ইউনিয়নে মোঃ মশিউর রহমান,৪ নং পায়রা ইউনিয়নে মোঃ হাফিজুর রহমান বিশ্বাস, ৫ নং শ্রীধরপুর ইউনিয়নে মোঃ নাসির উদ্দীন, ৬ নং বাঘুটিয়া ইউনিয়নে অর্জুন সেন, ৭ নং শুভরাড়া ইউনিয়নে মোঃ ইদ্রিস আলী শেখ ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়নে খাঁন,এ,কামাল।
এর আগে গত ১০ নভেম্বর ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। এরপর অভয়নগর উপজেলার ৮ ইউনিয়নে মোট ৬২ জন আ.লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। আগামী ২৩ ডিসেম্বর উক্ত ইউনিয়ন গুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
#চলনবিলের আলো / আপন