শনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজাপুরের সাংবাদিক সোহাগ ও তার সেবামূলক প্রতিষ্ঠান রক্ষাসহ ঔষধ সিন্ডিকেট বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ জুন, ২০২০
রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি:
রাজাপুরে সাংবাদিক সোহাগ ও তার সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় স্থানীয় সর্বস্তরের নাগরিকরা মাঠে নেমেছেন। অসাধু ব্যবসায়ীদের ঔষধ সিন্ডিকেট বন্ধের দাবিসহ সাংবাদিক আহসান হাবিব সোহাগ, আদনান হোসেন মুরাদসহ ৮জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সচেতন জনতার ব্যানারে ২২ জুন সোমবার সকাল ১০টায় রাজাপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, একটি দুষ্টচক্র সাংবাদিক আহসান হাবিব সোহাগ ও তার ব্যবসা প্রতিষ্ঠান সোহাগ ক্লিনিক ও ইসলামিয়া ফার্মেসির বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। চক্রটি বিভিন্ন সময় সোহাগ ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অপপ্রচার করে বেড়াচ্ছে। সম্প্রতি মহামারী করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের স্বার্থে ন্যায্যমূল্যে ঔষধ বিক্রি শুরু করলে স্থানীয় অসাধু ফার্মেসি ব্যবসায়ীরা তার বিরুদ্ধে ফুঁসে ওঠে। এতে নেতৃত্ব দেন স্থানীয় আরেক ফার্মেসি মালিকের পুত্র নামধারী দ্বৈতপেশার সাংবাদিক জহিরুল ইসলাম জুয়েল। এই জুয়েলের নেতৃত্বে সম্প্রতি সোহাগের ব্যবসা প্রতিষ্ঠানে আফজাল ফার্মেসির লোকজন হামলা, কর্মীদের মারধর, লাঞ্ছিত, লুটপাট ও ভাংচুর চালায়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশে দেয়া হয়েছিল। এ ঘটনায় পাল্টাপাল্টি তিনটি মামলা দায়ের করা হয়। আসামিরা পুলিশের গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন।
এদিকে রাজাপুরের কথিত ঔষধ সিন্ডিকেটের বিরুদ্ধে স্বোচ্চার হয়ে রাজাপুরের সর্বস্তরের মানুষের সাথে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, নারী, কৃষক, ছাত্র, মেহনতী মানুষেরা মাঠে নেমেছেন। সমাবেশ ও মানববন্ধন থেকে অবিলম্বে মিথ্যা হয়রাণীমূলক মামলা প্রত্যাহার, ঔষধ সিন্ডিকেট বন্ধ করতে প্রশাসনের দৃষ্টি কামনা করা হয়।
বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ শাহজাহান মোল্লা, আওয়ামলীগ সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান ডেজলিং তালুকদার, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক নাসির উদ্দিন মৃধা, হুমায়ুন কবির হিমু প্রমূখ।
এদিকে রাজাপুরের ঘটনাকে একটি চক্র ভিন্নখাতে প্রবাহিতের প্রতিবাদ জানিয়ে ঝালকাঠি নাগরিক ফোরাম সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, নাগরিক স্বার্থের বিরোধী ঔষধ সিন্ডিকেট চড়া দামে ঔষধ বিক্রি করছে। করোনাকালে কমদামে ঔষধ বিক্রির বিরোধীতা করে সাংবাদিক আহসান হাবিব সোহাগের পরিচালনাধীন ইসলামিয়া ফার্মেসি এবং সোহাগ ক্লিনিকে ঔষধ সরবরাহ বন্ধ করে দিয়েছে ওই চক্রটি।ফলে সোহাগকে দূর দূরান্ত থেকে ঔষধ এনে চিকিৎসাসেবা অব্যাহত রাখতে হচ্ছে। স্বাস্থ্যসেবার মত একটি সেবামূলক কাজে যারা বিরোধীতা করছে তাদের প্রতি ঘৃণা ও নিন্দা জানানো হয়।
সোহাগ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজাপুর শাখার সভাপতি এবং ঝালকাঠি নাগরিক ফোরামের সহ-সভাপতির দায়িত্বপালন করছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।