সোমবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইউপি নির্বাচন ; ভাঙ্গুড়ায় প্রার্থীদের কেউ বৈঠকে, কারো কপালে ভাঁজ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

পাবনার ভাঙ্গুড়ায় আসন্ন ৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৬ জন চেয়ারম্যান প্রার্থী। গত ১২ নভেম্বর তারা দলীয় কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় নিজ নিজ ইউনিয়ন পরিষদের স্ব-স্ব প্রার্থীদের সাথে তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।

ইউপি নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা থাকলেও নির্বাচনে নিরুত্তাপ বিএনপি। কারণ তারা কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশগ্রহণ করবে না। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী এই উপজেলাতে ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী দিচ্ছেন না এমন তথ্য জানিয়েছেন দলটির উপজেলা পর্যায়ের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা। আর এই ভোটগ্রহণকে সামনে রেখে ভাঙ্গুড়ার চার ইউনিয়ন পরিষদের ভোটারদের মধ্যে নানান আলোচনা ও কৌতুহলের শেষ নেই।

উপজলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে এ উপজেলায় ইউপি নির্বাচনের মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ২৫ নভেম্বর, মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ হবে আগামী ২৩ ডিসেম্বর।

উপজেলা আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনে দলীয় মনোনয়নের প্রত্যাশায় ১৬ জন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে খানমরিচ ইউনিয়ন পরিষদে তিনজন। তারা হলেন—ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসাদুর রহমান, ইউনিয়ন যুবলীগ সভাপতি নুরুনবী মন্ডল (দুলাল মাস্টার), সাবেক ছাত্রনেতা কে এম মনোয়ার হোসেন মিঠু।

দিলপাশার ইউনিয়ন পরিষদে রয়েছেন তিনজন। তারা হলেন—দিলপাশার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী অশোক কুমার ঘোষ (প্রণো), ইউনিয়ন মহিলা অওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফিয়া সুলতানা আঁখি। ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহান মোল্লা।

পারভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদে রয়েছেন পাঁচজন—বর্তমান চেয়ারম্যান ও ভেড়ামার উদয়ন একাডেমির প্রধান শিক্ষক মো. হেদয়েতুল হক, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি ও সাবেক পারভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম মধু, ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. মজনুর রহমান মজনু, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান বাদশা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ মাস্টার।

অষ্টমনিষা ইউনিয়ন পরিষদে রয়েছেন পাঁচজন। তারা হলেন—ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ, উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা ও সাবেক ইউপি চেয়ারম্যান সুলতানা জাহান বকুল, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মোমিনুল ইসলাম, সহ-সভাপতি মো. শামসুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন।

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।