বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উৎফুল্ল হাসিতে আমন তুলতে ব্যস্ত কৃষকরা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

শীতের বার্তা নিয়ে শিশিরের বিন্দু জলের দখলে এখন প্রকৃতি। প্রকৃতিতে চলছে হেমন্তকাল, তাই ধানের শীষে শিশিরের বিন্দু-বিন্দু জলে মাঠে দোল খাচ্ছে সোনালি ফসল ধান। এমন দৃশ্যে কৃষকের বুকে জেগে উঠেছে স্বপ্নের সোনালি চর। এরেই মধ্যে শুরু হয়েছে রোপা-আমন ধান কাটা মাড়াই। নওগাঁর রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নে হেমন্তের মিষ্টি রোদে ফসল ঘরে তোলা নিয়ে ব্যস্ত সময় কাটছে কৃষক ও দিনমজুরদের। এ বছর রাণীনগর উপজেলায় আশানুরূপ ধানের ফলন পাচ্ছে কৃষক। বেশ ভালো ফলন হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জনের আশা প্রকাশ করছে স্থানীয় কৃষি বিভাগ। কাটা-মাড়াই মৌসুমের শুরুতে ধানের দাম ভালো পাওয়ায় উৎফুল্ল হাসি শোভা পাচ্ছে কৃষাণ-কৃষাণীর মুখে।
রাণীনগর কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর রাণীনগর উপজেলায় ১৮ হাজার ৩শত ৬০ হেক্টর জমিতে রোপা-আমন ধান চাষ হয়েছে। রোপা-আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ১৮ হাজার ১শত মেট্রিকটন।
এই এলাকায় বিনা-১৭,স্বর্ণা-৫, ৪৯ ব্রিধান-৭১, ব্রিধান-৭৪, ব্রিধান-৭৫, ব্রিধান-৮৭, রাশিয়ান (পারিজা) এবং আতব জাতের ধান বেশি চাষ হয়েছে। এখন কৃষক স্বর্ণা-৫ ও রাশিয়ান ধান কাটছে।
উপজেলার সিম্বা গ্রামের সাজু, খয়বর আলী, সুফল হোসেন এবং কালিগ্রামের ওহেদুল ইসলাম মিলন জানান, এখন আমাদের এলাকায় পুরোদমে ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। বর্তমান বাজারে স্বর্ণা-৫ প্রতিমণ ৯৮০ টাকা, রাশিয়ান (পারিজা) ১১৫০, ৪৯ জাতের ধান ১০৮০ টাকা দরে বিক্রি করছি। প্রতি বিঘায় ১৮ থেকে ২০ মণ হারে স্বর্ণা-৫ জাতের ধানের ফলন হচ্ছে, রাশিয়ান (আমন) ধান প্রতি বিঘায় ১০ থেকে ১১ মণ হারে ফলন হয়েছে।

রাণীনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: শহিদুল ইসলাম বলেন, এ বছর কোনো প্রাকৃতিক দূর্যোগ না থাকায় আমনের আবাদ ভালো হয়েছে। ইতোমধ্যে উপজেলা জুরে ধান কাটা শুরু হয়েছে, ফলনও ভালো হচ্ছে। ধানের বাজার দরও বেশ ভালো রয়েছে। আশা করছি এ বছর আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

 

 

#চলনবিলের আলো / আপন

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।