প্রথম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রায় আট মাস পর পরাজিত প্রার্থী ও তার সমর্থকদের হামলায় বিজয়ী প্রার্থীর দুই সমর্থক স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার রাজাপুর এলাকায়।
হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার বাঙ্গিলা গ্রামের আব্দুস সালাম সরদার জানান, বার্থী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ও তার পরিবার বিজয়ী প্রার্থী নান্টু সরদারের সমর্থক ছিলেন। ওই নির্বাচনের শুরু থেকেই তাদের উপর ক্ষিপ্ত ছিলেন পরাজিত প্রার্থী লাভলু খান ও তার সমর্থকরা।
তারই ধারাবাহিকতায় শনিবার বিকেলে প্রথম দফায় তার (সালাম) উপর হামলা চালায় লাভলু ও তার সমর্থকরা। তিনি আরও জানান, রবিবার বেলা এগারটার দিকে তিনি (সালাম) টরকী দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রাজাপুর নামক এলাকায় পৌঁছলে পরাজীত মেম্বার প্রার্থী লাভলুর সমর্থক মোশারেফ ফকির ও বেলায়েত খান তাকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে। এসময় স্বামীকে রক্ষা করতে গেলে তার স্ত্রী হাসিনা বেগমকে (৩৫) পিটিয়ে আহত করা হয়। তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন লাভলু খান।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, এবিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
#চলনবিলের আলো / আপন