সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বরিশালে চেয়ারম্যান প্রার্থীর প্রচারনার গাড়িতে হামলা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

তৃতীয়ধাপের ইউপি নির্বাচনে জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যানের প্রচারনার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার সকালে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সরোয়ার মাহমুদ অভিযোগ করে বলেন, শনিবার সন্ধ্যা রাতে ইউনিয়নের মানিককাঠী এলাকায় তার প্রচারনার পিকআপে হামলা চালায় নৌকার প্রার্থী আকতারুজ্জামান মিলনের কর্মী সমর্থকরা। হামলাকারীরা পিকআপটি ভেঙে তার কর্মী সমর্থকদের ওপর হামলা চালায়। এতে পিকআপের চালকসহ কমপক্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙচুর করা পিকআপটি উদ্ধার করেছে।
তবে নৌকা মার্কার প্রার্থী মৃধা মুহাম্মদ আক্তার উজ্জামান মিলন বলেন, আনারস মার্কার প্রার্থীর সমর্থকরা আমার নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা চালিয়ে দুইটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। এয়াপোর্ট থানার ওসি কমলেস চন্দ্র হালদার বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিনা প্রতিদ্বন্ধীতায় চেয়ারম্যান \ মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্ধীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাহ উদ্দীন অশ্রু। রবিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা রির্টানিং কর্মকর্তা দেলোয়ার হোসেন। জানা গেছে, তৃতীয় দফার তফসিল ঘোষণার পর ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাহ উদ্দীন অশ্রু এবং ইসলামী আন্দোলন মনোনীত এরশাদুল হক মনোনয়নপত্র জমা দেন। এরইমধ্যে এরশাদুল হক তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।