বরিশালের আগৈলঝাড়ায় র্যাবের অভিযানে ৩শ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার, পালিয়েছে অপর ব্যবসায়ি। পলতক ব্যবসায়িসহ তিন জনকে আসামী করে ব্যাবের থানায় মামলা দায়ের।
থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, বরিশাল র্যাব-৮ সদস্যরা শনিরার রাতে
উপজেলার রত্ন পুর ইউনিয়নের মিশ্রীপাড়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাহাবুব আলম মামুমের দোকানের সামনে থেকে গৌরনদী উপজেলার ৬নং ওয়ার্ড বিজয়পুর গ্রামের মুনসুর আলীর ছেলে মো. নাসির উদ্দিনকে (৩৮) ১৫০পিচ ইয়াবা ও আগৈলঝাড়া উপজেলার ৮নং ওয়ার্ড সেরাল গ্রামের আব্দুল বারেক হালাদারের ছেলে পলাশ হাওলাদারকে (৩৫) ১৫০পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এসময় র্যাবের অভিযান টের পেয়ে অপর মাদক ব্যবসায়ি গৌরনদীর সুন্দরদী গ্রামের ফয়সাল হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় পলাতক ফয়সালসহ ৩শ পিচ ইয়াবাসহ গ্রেফতার নাসির উদ্দিন ও পলাশ হাওলাদারকে আসামী করে শনিবার রাতে র্যাবের ডিএডি আবুল কালাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন, নং-৬ (১৪.১১.২১)। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়িকে রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন