বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চাটমোহরে এসএসসি ও সমমান পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

দীর্ঘ প্রতীক্ষার পর সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ১৪ নভেম্বর (রবিবার) সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে এসএসসি, দাখিল ও ভোকেশনাল শাখার পরীক্ষা। পাবনার চাটমোহর উপজেলার ৬টি কেন্দ্রে (ভেনুসহ) পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান কেন্দ্র সচিবগণ। রবিবার সকাল ১০টা থেকে শুরু হবে প্রথম পরীক্ষা ।

এ বছর চাটমোহরে এসএসসি পরীক্ষার জন্য নির্ধারিত ২টি কেন্দ্রের চাটমোহর আরসিএন এন্ড বিএসএন সরকারি পাইলট মডেল হাইস্কুলে পরীক্ষায় অংশ গ্রহণ করছে ১৪২৫ জন পরীক্ষার্থী। অপর কেন্দ্র চাটমোহর পাইলট বালিকা বিদ্যালয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করছে ১০৭৬ জন পরীক্ষার্থী।

দাখিল পরীক্ষার জন্য নির্ধারিত ২টি কেন্দ্রের চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২৫০ জন ও সামাদ সওদা দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৩৭৯ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। টেকনিক্যাল ইন্সটিটিউটের ভোকেশনাল শাখার জন্য নির্ধারিত ২টি কেন্দ্রের চাটমোহর টেকনিক্যাল কলেজের ভোকেশনাল শাখার কেন্দ্র চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের ভেনুতে পরীক্ষায় অংশ গ্রহণ করছে ৪২৫ জন পরীক্ষার্থী ও চাটমোহর আরসিএন এন্ড বিএসএন সরকারি পাইলট মডেল হাইস্কুলের ভোকেশনাল শাখার কেন্দ্র চাটমোহর সরকারি অনার্স কলেজ ভেনুতে অংশ গ্রহণ করছে ২৮৮ জন পরীক্ষার্থী ।

করোনাকালীন সময়ে খুব সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম জানান, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই ৬টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। তাছাড়া কোমলমতি শিক্ষার্থীদের জন্য করোনা প্রতিরোধে নিরাপদ দূরত্ব রেখে আসন বিন্যাস, মাস্ক পরিধান, স্যানিটাইজার ব্যবহার ও হাত ধোয়ার ব্যবস্থা নিশ্চিতকরণসহ সকল স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা পরিচালনার জন্য সকল কেন্দ্র সচিবগণকে পরামর্শ দেয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।