স্কুল ছাত্রীকে (১৩) রাস্তা থেকে তুলে নিয়ে তিনদিন আটকে রেখে ধর্ষণের ঘটনায় পুলিশ ধর্ষক জুয়েল খানকে (২১) গ্রেফতার করেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের চরকুতুবপুর গ্রামের।
শুক্রবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন এজাহারের বরাত দিয়ে বলেন, গ্রেফতারকৃত জুয়েল উপজেলার চরকুতুবপুর গ্রামের রুস্তুম খানের ছেলে। সূত্রমতে, স্কুলে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছিলো জুয়েল খান। গত ৮ নভেম্বর সকাল নয়টার দিকে ওই স্কুল ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে জুয়েল খানসহ তার ৫/৬ সহযোগীরা ওই ছাত্রীকে জোরপূর্বক থ্রি-হুইলারে (মাহিন্দ্রা) তুলে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে ছাত্রীর পরিবার জুয়েল খানের বাড়িসহ বিভিন্নস্থানে খোঁজাখুজি করে না পেয়ে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ভোরে মুলাদী উপজেলা থেকে ওই ছাত্রীকে উদ্ধারসহ জুয়েল খানকে গ্রেফতার করেন।
ওসি আরও জানান, উদ্ধারের পর ওই ছাত্রী তার স্বজনদের জানায় তিনদিন তাকে বিভিন্নস্থানে আটকে রেখে জুয়েল তাকে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর ভাই বাদী হয়ে জুয়েল খান ও তার সহযোগি চার যুবকসহ সাতজনকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
#চলনবিলের আলো / আপন