সোমবার , ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় শেষ হলো ইউপি নির্বাচন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ৫টি ইউনিয়নের দু’একটি কেন্দ্রে জাল ভোট, বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সরেজমিনে আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন ঘুরে জানা গেছে, পাঁচ ইউনিয়নের ৫০টি ভোট কেন্দ্রের তিনশ’ ১১টি কক্ষে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পরার মতো। তবে সকালের দিকে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিলো সবচেয়ে বেশি। প্রতিটি ভোট কেন্দ্রে আটজন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়াও ১০জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দুইটি ষ্ট্র্যাইকিং ফোর্স, ১৬টি মোবাইল টিম ও র‌্যাব সদস্যরা সার্বক্ষনিক দায়িত্ব পালন করেছেন।
সেরাল ও ঐচারমাঠ ভোটেকেন্দ্রের বাইরে দুই প্রার্থীদের সমর্থকদের মধ্যে হাতাহাতি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ভেগাই হালদার পাবলিক একাডেমী, বাকাল ইউনিয়ন পরিষদ সংলগ্ন ভোট কেন্দ্র, ও বড় মগড়া ভোট কেন্দ্রে জাল ভোট প্রদানের সময় হাতে নাতে ৭ জনকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেয়া হয়েছে।
পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ায় শুধুমাত্র পাঁচটি ইউনিয়নে সংর¶িত সদস্য পদে ৪৭জন, সাধারণ সদস্য পদে ১৭৬জনসহ মোট ২২৩জন প্রার্থী আগামী ১১নভেম্বর নির্বাচনের জন্য প্রতিদ্বন্দিতা করেছেন।
আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নের ৫০টি ভোট কেন্দ্র ১লাখ ২২হাজার ৩শ ৩২জন ভোটার রয়েছেন। এরমধ্যে ৬১হাজার ৬শ ৮০জন পুরুষ ও ৬০হাজার ৬শত ৫২জন মহিলা ভোটার। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গননা চলছিলো।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।