সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তিন বছর পূর্বে শেষ হয়েছে বীমার মেয়াদ তবুও টাকা পাচ্ছেনা গ্রাহকরা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ নভেম্বর, ২০২১

বীমার মেয়াদ তিনবছর অতিবাহিত হওয়ার পরও মেয়াদোত্তর বীমা দাবির চেক না পাওয়ার অভিযোগ করেছেন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বরিশালের গৌরনদী উপজেলার উত্তর সরিকল গ্রামের সাত জন গ্রাহক।
ওই গ্রামের রুনু বেগম, রেখসোনা বেগম ও মেরুনা বেগম জানান, ২০০৮ সালে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সরিকল ব্রাঞ্চ ম্যানেজার সোহাগ মিলনের মাধ্যমে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে মাসিক প্রিমিয়াম কিস্তি একশ’ টাকা করে ১০ বছর মেয়াদী বীমা করেন। ২০১৮ সালে বীমার মেয়াদ শেষ হওয়ায় তাদের কাছ থেকে বীমার বই নিয়ে যায় ম্যানেজার সোহাগ মিলন। বই নেয়ার তিন বছর অতিবাহিত হলেও তাদেরকে বীমার দাবীর চেক দেয়া হচ্ছেনা। তারা অভিযোগ করে আরও বলেন, সোহাগ মিলনের কাছে বীমার চেকের বিষয়ে জিজ্ঞাসা করলেই সে বিভিন্ন ধরনের হুমকিধামকি দিয়ে যাচ্ছেন।
ওই গ্রামের গফুর আলী খানের স্ত্রী রাহিমা বেগম জানান, ব্রাঞ্চ ম্যানেজার সোহাগ মিলনের মাধ্যমে মাসিক প্রিমিয়াম কিস্তি একশ’ টাকা করে জমা দিয়েছি। বীমার মেয়াদ তিন বছর পার হলেও মূলধন ফিরে পাচ্ছিনা।
ভুক্তভোগী ফজিলা বেগম জানান, সোহাগ মিলনের মাধ্যমে মাসিক একশ’ টাকা করে দশ বছর মেয়াদী বীমা করলেও ২৬ মাস টাকা জমা নেয়ার পর আর টাকা জমা নেয়নি সোহাগ। এরপর বীমার মেয়াদ শেষ হলেও মূলধন ফেরত পাচ্ছিনা।
ওই গ্রামের শহিদুল ইসলাম খান অভিযোগ করে বলেন, তার মা রাবেয়া বেগম সোহাগ মিলনের মাধ্যমে মাসিক দুইশ’ টাকা করে জমা দিয়েছেন। বীমার মেয়াদ তিনবছর আগে শেষ হয়েছে। চলতি বছর তার মা মৃত্যুবরন করলেও বীমার টাকা উত্তোলণ করে যেতে পারেননি। ওই গ্রামের জিয়াউর রহমান খান জানান, একশ’ টাকা করে ৩৯ মাস টাকা জমা নেয়ার পর আর টাকা নেয়নি সোহাগ। বীমার বই ও টাকার রিসিভ সবই তার কাছে জমা রয়েছে। বীমার টাকা ফেরত চাইলে বিভিন্ন তালবাহানা করে আসছে সোহাগ। বীমা দাবীর টাকা ফেরত পেতে তারা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।
এবিষয়ে জানতে চাইলে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সরিকলের ব্রাঞ্চ ম্যানেজার সোহাগ মিলন জানান, আমার বিরুদ্ধে গ্রাহকরা যেসব অভিযোগ করেছেন তা সঠিক নয়। ইতিমধ্যে অনেক গ্রাহক তাদের বীমা দাবীর চেক হাতে পেয়েছেন। এছাড়াও যারা বাকী আছেন তাদের বীমা দাবীর টাকা পাইয়ে দেয়ার জন্য বইসহ যাবতীয় তথ্য বরিশাল ব্রাঞ্চ অফিসে জমা দেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এবিষয়ে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বরিশালের ব্রাঞ্চ ম্যানেজার হারুন অর রশিদ জানান, কোম্পানীর জটিলতার কারনে গ্রাহকদের বীমার টাকা ফেরত পেতে দেরি হচ্ছে। তবে প্রত্যেক গ্রাহক তাদের টাকা ফেরত পাবেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।