মাইক্রোবাস ও সিএনজির (থ্রী-হুইলার) মুখোমুখী সংঘর্ষে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিড়ো পয়েন্ট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে দপদপিয়া জিড়ো পয়েন্ট এলাকায় বিপরীতদিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে সিএনজির মুখোমুখী সংঘর্ষে চারজন আহত হয়। স্থানীয়রা আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।
সূত্রমতে, শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় সিএনজি যাত্রী বাকেরগঞ্জের চরামদ্দী এলাকার বাসিন্দা নির্মান শ্রমিক নাসির বিশ্বাস (৫৫) মারা যায়। এছাড়া গুরুত্বর অবস্থায় অপর যাত্রী কাঁচামাল ব্যবসায়ী মিরাজুল ইসলাম (৩২) ও মাইক্রোবাস চালক জাহাঙ্গীর মৃধাকে (৪৫) ঢাকায় প্রেরন করা হয়। পথিমধ্যে জাহাঙ্গীর মৃধা ও মিরাজুল ইসলামেরও মৃত্যু হয়। নিহত জাহাঙ্গীরের বাড়ি বাকেরগঞ্জে এবং মিরাজুলের বাড়ি নলছিটিতে। এছাড়া নাসির খলিফা নামের অপর আহত শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশালে সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত
প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ নভেম্বর, ২০২১