জেলার গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে (১৫) ধর্ষণ মামলার আসামি ধর্ষক রবিউল বেপারীকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এজাহারে জানা গেছে, গত দুই বছর পূর্বে উপজেলার কমলাপুর গ্রামের মজিবুর রহমান বেপারীর ছেলে রবিউল বেপারীর সাথে একই গ্রামের দশম শ্রেণীর ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সে সুবাধে রবিউল গত ৫ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ওই ছাত্রীর বাড়িতে দেখা করতে গিয়ে মোবাইল ফোনে ডেকে ঘরের বাহিরে আনে। এসময় বিয়ের প্রলোভনে জোরপূর্বক ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে প্রেমিক রবিউল। এ ঘটনায় নির্যাতিতার মা বাদি হয়ে অভিযুক্ত রবিউল বেপারীকে আসামি করে শনিবার দিবাগত রাতে গৌরনদী মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ওইদিন রাতেই অভিযান চালিয়ে ধর্ষক রবিউল বেপারীকে গ্রেফতার করেন।

রবিবার , ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশালে ধর্ষক গ্রেফতার
প্রকাশিত হয়েছে- রবিবার, ৭ নভেম্বর, ২০২১