পাবনার চাটমোহর উপজেলায় ২০২১-২২ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, ভুট্টা, পেঁয়াজ, খেসারী, মশুর, মুগ ডাউল ও সূর্যমুখী ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (০৭ নভেম্বর) সকালে ঘটিকায় উপজেলা মিলনায়তনে ৪৬৫০ জন কৃষকদের সার বীজ বিতরণকরা হয়। প্রতিজন কৃষকের মাঝে গম বীজ ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি। ভুট্টা বীজ- ২ কেজি, ডিএপি সার ২০কেজি, এমওপি সার ১০কেজি। সরিষা- ১ কেজি, ডিএপি সার ১০কেজি, এমওপি সার ১০কেজি। সূর্যমূখী- ১কেজি, ডিএপি সার ১০, এমওপি সার ১০কেজি। পেয়াজ- ১কেজি, ডিএপি সার ১০কেজি, এমওপি সার ১০কেজি। মুগ- ৫কেজি, ডিএপি সার ১০কেজি, এমওপি সার ৫কেজি। মশুর-৫কেজি, ডিএপি সার ১০কেজি, এমওপি সার ৫কেজি ও খেসারী-৮কেজি, ডিএপি সার ১০কেজি, এমওপি সার ৫কেজি করে প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সৈকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আলহাজ্ব মোঃ মকবুল হোসেন, মাননীয় সংসদ সদস্য পাবনা-৩ ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইসাহক আলী মানিক, উপজেলা কৃষি অফিসার এ এ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপ সহকারী কৃষি অফিসার মোঃ জহুরুল ইসলাম।
বৃহস্পতিবার , ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
চাটমোহরে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ উদ্বোধন
প্রকাশিত হয়েছে- রবিবার, ৭ নভেম্বর, ২০২১