মঙ্গলবার , ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নবীনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন,সঞ্জয় সভাপতি জসিম সাধারণ সম্পাদক!

প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ জুন, ২০২০

মো: আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক(২০২০-২০২২) মেয়াদে কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। চলতি কমিটির মেয়াদ উত্তীর্ণ হয় আরো একমাস আগেই,তবে দেশে করোনা প্রাদুর্ভাবের কারণে সময় বিলম্বিত হলেও রবিবার (২১ জুন) সকালে সামাজিক দুরত্ব বজায় রেখে চলতি কমিটির সাধারণ অধিবেশন ডাকা হয় নবীনগর মহিলা কলেজ অডিটোরিয়ামে। তাতে উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যরা উপস্থিত থেকে দেশের এই আপদকালীন সময়ে কমিটি গঠন নিয়ে ব্যাপক পরিসরে প্রস্তুতি না নিয়ে সমন্বয়ের মাধ্যমে গণতান্ত্রিকভাবে একটি শক্তিশালী গ্রহনযোগ্য ও উদার নেতৃত্ব গঠনের উপর জোর প্রস্তুতি গ্রহণ করেন।

 

এসময় উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যরা নবীনগরের চলমান বিভিন্ন বিষয় বিবেচনা করে সাংগঠনিক কাঠামোতে পরিবর্তন আনতে ঐক্যমত পোষণ করে উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক আমাদের সময় পত্রিকার নবীনগর প্রতিনিধি সঞ্জয় সাহা কে সভাপতি ও চলতি কমিটির সভাপতি দৈনিক ভোরের কাগজ পত্রিকার নবীনগর প্রতিনিধি এম কে জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত সদস্যদের মধ্য থেকে প্রস্তাব আনলে সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হয়। তাছাড়াও অন্যান্য পদে সকলের মতামতের ভিত্তিতে নির্বাচিত হয়েছেন সিঃ সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম (দৈনিক ইনকিলাব)সহ সভাপতি জহিরুল ইসলাম (দৈনিক প্রভাতী খবর) যুগ্ন সাধারণ সম্পাদক খাইরুল এনাম (দৈনিক আজকের প্রভাত) সাংগঠনিক সম্পাদক আবু হাসান জাহিদ (দৈনিক বাংলার নবকন্ঠ) আপ্যায়ন সম্পাদক মনির হোসেন (দৈনিক খবরপত্র) অর্থ ও দপ্তর সম্পাদক খাইরুল ইসলাম (দৈনিক ডেসটিনি) সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাঈদ আহম্মদ রাফি(দৈনিক বিশ্ব মানচিত্র) তথ্য ও প্রযুক্তি সম্পাদক আনোয়ার হোসেন (ব্রাক্ষণবাড়িয়ার কথা) কার্যকরী সদস্য রেজাউল করিম বাবুল মাষ্টার (দৈনিক মাতৃছায়া) খান জাহান আলী চৌধুরী (দৈনিক বাংলাদেশের খবর) মনির হোসেন (দৈনিক আলোর জগত), সাহেদ আহমেদ সৌরভ (দৈনিক একুশের বাণী), ওয়াহেদুজ্জামান দিপু (দৈনিক যায়যায়কাল) সহ ১৫ সদ্যসের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। সাধারন পরিষদের সদস্য মোহাম্মদ হেদায়েতুল্লাহ (দৈনিক আমার কাগজ, মো. আক্তারুজ্জামান (দেশ সংবাদ), মোঃ সোহেল মিয়া (দৈনিক গণমানুষের আওয়াজ ও ফোকাস বিডি২৪), ডাঃ মাহফুজুর রহমান (কোয়ালিটি টিভি), মাসুম মিয়া (দৈনিক গণজাগরণ), আবু সুফি (দৈনিক আলোকিত সকাল), বিপ্লব নিয়োগী তন্ময় (দৈনিক অন্য দিগন্ত) (দৈনিক হেবজুল বাহার (আওয়ার কন্ঠ২৪)।

 

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম,খান জাহান আলী চৌধুরী ও ওয়াহেদুজ্জামান দিপু। উল্লেখ্য সংগঠনের বৃহত্তর স্বার্থে একতা ও সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন স্থাপন করে নবীনগর উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যরা আন্তরিকতা ও সহমর্মিতার বহিঃপ্রকাশ স্বরূপ এমন নজির সৃষ্টি করলেন। সেখানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতিকে কার্যকরী কমিটিতে ফিরিয়ে আনতে সভাপতি ও চলতি কমিটির সভাপতিকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বশীল ভূমিকা রেখে সাংগঠনিক কাজে তাদের আন্তরিকতা আর একে অপরের প্রতি সম্মান প্রদর্শনের দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।