কলারোয়া সাতক্ষীরা থেকে:
কলারোয়া পৌরসভায় সুপার সাইক্লোন ‘আম্পান’ এ ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মাঝে প্রথম কোটায় রোববার দুপুরে পৌরসভা কার্যালয় চত্বরে ১ বান করে ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন পৌরমেয়র (ভারপ্রাপ্ত)প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র কাউন্সিলর শেখ জামিল হোসেন, কাউন্সিলর রফিকুল ইসলাম, এস এম মফিজুল হক, মোঃ আকিমুদ্দীন আকি, মেঝবাহ উদ্দীন নিলু, মোছাঃলুৎফুনেছা লুতু, উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদসহ পৌরসভার কর্মকর্তা- কর্মচারী বৃন্দ।